
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই গরুসহ সোহেল (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন শাজাহানপুরের নগর আমরুল উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৬৫) তার ৩টি গরু বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। পরে বিকেলে গরু আনতে গিয়ে দেখেন একটি কালো রঙের গাভী চুরি হয়ে গেছে। এরপর তিনি শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ধুনট উপজেলার শৈলধুকরী গ্রামে অভিযান চালিয়ে চোরাই গরুসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, সোহেলের পরিকল্পনা ছিল গরু চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করা। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে এবং চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গবাদিপশু চুরি বা চোরচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর