
কুমিল্লা নগরীর ফুটপাত দখল ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার (১ জুলাই) দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
সিটি করপোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযানে অংশ নেয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের নেতৃত্বে কান্দিরপাড়, রামঘাটলা, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সাথে ফুটপাতের ওপর থাকা নির্মাণসামগ্রী অপসারণ এবং অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার অভিযানে উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, জন সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং নগরীর সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর