চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাস, মিনিবাস ও হিউম্যান হুলার পরিবহন মালিকদের নবগঠিত সংগঠন চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী।
সোমবার সকালে টাইগারপাসে চসিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন নবগঠিত সংগঠনকে স্বাগত জানিয়ে বলেন, নগরীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমরা কাজ করছি। এক্ষেত্রে নবগঠিত এই সংগঠনের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আশা করি সকলে মিলে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে পারব।’
এ সময় নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেড গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর। আমরা আশা করি, মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম একটি আধুনিক ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে উঠবে এবং আমরা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।’
শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম চৌধুরী, পরিচালক মো. হেলাল, পরিচালক (মার্কেটিং) মো. ফয়সাল, পরিচালক মুসলেম কবির, পরিচালক দিদারুল আলম, নূর নবী, সুমেল বড়ুয়া ও সদস্য মো. জহির, মো. রিপন, মো. জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর