
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এক কিশোরী নিহত হয়েছে এবং দুইজন শিশু নিখোঁজ রয়েছে। আজ সকালে উপজেলার চর আলগী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম শাপলা (১৫)। সে চরফরাদী ইউনিয়নের চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং বিরইন নদীপাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
নিখোঁজ শিশুরা হলো: হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৬)। তারা দুজনও একই মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও ৯ জন শিশু নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে স্কুলে যাচ্ছিল। আকস্মিকভাবে স্রোতের তোড়ে নৌকাটি উল্টে গেলে শিশুরা পানিতে পড়ে যায়।
নৌকাডুবির সময় শাপলা নামের ওই কিশোরী প্রথমে নিজেকে বাঁচাতে পারলেও পরে তার ভাইপোর চিৎকার শুনে তাকে বাঁচাতে গিয়ে স্রোতে তলিয়ে যায়। স্থানীয় জেলেরা পরে শাপলার মরদেহ উদ্ধার করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে এবং নিখোঁজ শিশুদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিখোঁজ দুই শিশুর সন্ধানে স্থানীয় জেলে ও ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর