
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে মৃত হারেজ শেখের ছেলে প্রবাসী বালাম শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।
বালাম শেখের স্ত্রী শিখা বেগম জানান, তিনি মেয়ের চিকিৎসার জন্য ফরিদপুরে অবস্থান করছিলেন। এই সুযোগে ডাকাতদল তাদের বাড়ির কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রতিটি কক্ষের তালা ভেঙে ফেলে এবং যেগুলোর তালা ভাঙতে পারেনি, সেগুলোর হ্যাজবোল কেটে ভেতরে ঢোকে। শিখা বেগমের ভাষ্য অনুযায়ী, ডাকাত দল দুইটি স্বর্ণের চেইন, দুইটি ব্যাচলেট ও দুইটি নাকের দুলসহ প্রায় চার ভরি স্বর্ণালংকার, ১৫টি কম্বল এবং প্রায় ২০ কেজি ফ্রিজিং করা গরুর মাংস লুট করে নিয়ে গেছে।
ঘারুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শীত ও বর্ষাকালে চুরি-ডাকাতির প্রবণতা বাড়ে বলে তিনি উল্লেখ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর