
কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও ময়মনসিংহের গফরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় নদ থেকে আবির (৬) ও জুবায়েদ (৬)-এর মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
আবির পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে এবং জুবায়েদ একই গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে। তারা দুজনই পাগলা থানা এলাকার বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৯ জন শিক্ষার্থী ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে স্রোতের তোড়ে নৌকাটি দত্তের বাজার এলাকায় ডুবে যায়। শাপলা আক্তার (১৪) সহ সাতজন সাঁতরে তীরে উঠতে পারলেও আবির ও জুবায়েদ নিখোঁজ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাডুবির পর শাপলা আক্তার নামে এক কিশোরী আবিরকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানা পুলিশ ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দিনভর উদ্ধার তৎপরতা চালালেও শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে তাদের মরদেহ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর