
ভোলার চরফ্যাশন উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভা ও ২১টি ইউনিয়নের ৮ হাজার ৯০০ প্রান্তিক কৃষককে উপসি আমন ধানের বীজ (৫ কেজি), ডিওপি সার (১০ কেজি) এবং এমএপি সার (১০ কেজি) বিতরণ করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৪০০ কৃষককে নারিকেলের চারা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ হাজার ৩০০ শিক্ষার্থীর প্রত্যেককে জাম, বেল, নিম ও কাঁঠাল গাছের চারা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু তাহের, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, প্রান্তিক কৃষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রণোদনা পেয়ে প্রান্তিক কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন।
সর্বশেষ খবর