কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ (০২ জুলাই) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে ভুক্তভোগী কমলা বেগম, দ্বীন ইসলাম, জেলা যুবদল নেতা ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ওসি লিটনের অপসারণ ও বিচার দাবি করেন। তাঁরা অভিযোগ করেন, ওসি লিটন মিয়া মামলা বাণিজ্য, বিচার প্রার্থীদের সঙ্গে খারাপ আচরণ এবং হুমকি-ধমকি দিয়ে টাকা আদায় করছেন। সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং মাদক কারবারিদের কাছ থেকে প্রতি মাসে মাসোয়ারা নিচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
আঠারোবাড়ি এলাকার ভুক্তভোগী দ্বীন ইসলাম জানান, পৈতৃক গাছ কাটা নিয়ে রেলওয়ে পুলিশ তাদের থানায় ডেকে নিয়ে রেলের মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করে। পরে পাঁচ হাজার টাকা দিলে গাছ কাটতে আর কোনো সমস্যা নেই বলে জানানো হয়।
কমলা বেগম অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দিয়ে তাদের থানায় ডেকে নেওয়া হয়। সেখানে পাঁচ ঘণ্টা আটকে রেখে টাকা দাবি করা হয়। পরে পাঁচ হাজার টাকা দিলে তাদের গাছ কাটতে দেওয়ার কথা জানান ওসি লিটন।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, "আওয়ামী লীগ চলে গেলেও তাদের দোসররা এখনো বহাল তবিয়তে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই লিটন ওসি সাধারণ মানুষদের মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া থেকে শুরু করে মাদক কারবারির বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া পর্যন্ত এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি।" তিনি অবিলম্বে ওসি লিটনের বিচার দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে ওসি লিটন মিয়া বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে থানায় যোগদানের পর থেকে টিকিট কালোবাজারি ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এবং স্টেশন মাস্টারের উপর হামলার বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করায় একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতীতে আঠারোবাড়ির গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাঁকে বদলি করাতে পারলে ঐ মহলটি পুনরায় টিকিট কালোবাজারি ও মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলতে পারবে।
এর আগে গত ২৪ জুন কয়েকটি গণমাধ্যমে "বসতবাড়ির গাছ কাটতে বাধা, ওসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেনের নজরে আসে। পরে তিনি ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন আঠারোবাড়ি রেল স্টেশনের কাছে উত্তর বনগাঁও এলাকার রতন মিয়া তাঁর বসতবাড়ির চৌহদ্দিতে দুইটি রেন্ট্রি গাছ রোপণ করেন। গত ১৭ জুন নতুন ঘর নির্মাণের প্রয়োজনে গাছ দুটি কেটে ফেলা হলে রেলওয়ে পুলিশ তাঁদের বিরুদ্ধে রেলের জমিতে গাছ কাটার অভিযোগ করে।
সর্বশেষ খবর