
গ্লোবাল ব্রান্ড পিএলসি এবং ব্রাদার গালফ কর্পোরেশন যৌথভাবে "ব্রাদার পার্টনার ডে ২০২৫" উদযাপন করেছে। ২৪ জুন অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্রাদার ব্র্যান্ডের সফল যাত্রা, অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে ব্রাদার গালফ-এর সেলস ডিরেক্টর অমিত আলী ব্রাদার-এর কৌশলগত পরিকল্পনা, বিভিন্ন পণ্য, বাংলাদেশের বাজারে তাদের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি পণ্যের কারিগরি দিক ও ব্যবহারিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন খোন্দকার এবং চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা ব্রাদার-এর সঙ্গে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ১৯ বছরের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন এবং পারস্পরিক আস্থা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেন। তাঁরা ব্রাদার-এর অত্যাধুনিক প্রযুক্তি এবং গ্রাহককেন্দ্রিক পণ্য উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে "পার্টনার রিকগনিশন" সেশনে ব্রাদার-এর দীর্ঘদিনের চ্যানেল পার্টনারদের সম্মাননা জানানো হয়। তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পার্টনারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্রাদার ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনারের আয়োজন করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর