
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া সাব্বির হোসেনের কবর জিয়ারত করেছেন। বুধবার সকালে ঝিনাইদহ জেলার চড়িয়ার বিলে সাব্বিরের কবর জিয়ারত করেন তারা।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ সাব্বিরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় তারা পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
শহীদ সাব্বিরের মা কষ্ট ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “সেদিন দুপুরে আমার এমনি এমনি কান্না আসছিল। আমি তো জানতাম না আমার মনি ওই সময় দুনিয়া থেকে চলে যাচ্ছে। পরে বিকালের দিকে একজন এসে আমাকে বলল, ‘সাব্বিরের মা, তোমার সাব্বির তো পুলিশের গুলিতে মারা গেছে।’ অনেকেই আসে দেখা করতে, খালি আমার মনিই আসে না।”
উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন সাব্বির।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর