
কুমিল্লার চান্দিনা, দাউদকান্দি ও লালমাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে চান্দিনার হাড়িখোলা মাজার এলাকায় কুমিল্লাগামী রূপালী সুপার সার্ভিস নামের একটি বাসের ধাক্কায় মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের বাসিন্দা এবং মাধাইয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় তিশা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় মো. বেল্লাল (৩০) নামের কুড়িগ্রামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, বাসটি আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমাইয়েও একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর