
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুপুরে দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলায় জাকির হোসেনের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ জারি করেন।
দুদক পরিচালক মোঃ বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক তিনটি নোটিশ জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ) ও কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী’র নামে বাসার গেটের দেয়ালে সাঁটানো হয়েছে।
দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এর আগেও নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তাদের না পাওয়ায় ফেরত আনা হয়। তাই পুনরায় নোটিশগুলো বাসায় কাউকে না পেয়ে গেটের কাছে দেয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের আয়ের উৎস ও ঘোষিত সম্পদের মধ্যে অমিল থাকার অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাকির হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের আয় ও সম্পদের বিবরণ চাওয়া হয়েছে।
নোটিশে জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের স্ব-স্ব সম্পত্তির হিসাব, আয়ের উৎস এবং ব্যয়ের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর