
ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে বহিষ্কারের ঘটনায় তদন্ত করে স্বপদে বহালের দাবি জানিয়েছেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৩০ মে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে শিবিরের গানে মডেলিংয়ের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে শরীফ উদ্দিন সরকার বলেন, ছোটবেলা থেকেই তিনি ইসলামি সংগীতে দক্ষ ছিলেন এবং স্থানীয় পর্যায়ে অনেক পুরস্কারও পেয়েছেন। সাভারে আলিমে অধ্যয়নরত অবস্থায় মল্লিক একাডেমি নামক একটি প্রতিষ্ঠানে গান শেখার সুযোগ পান। তবে তিনি জানতেন না সেটি শিবিরের প্রতিষ্ঠান। সেখানে একটি গানের শুটিংয়ে কয়েক সেকেন্ডের জন্য অংশ নিয়েছিলেন। তখন তিনি এইচএসসি পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায় রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে অবগত ছিলেন না।
শরীফ উদ্দিন সরকার বলেন, ২০১৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ছাত্রদলের সঙ্গে যুক্ত হন। এরপর থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের হয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। ছাত্রদল করার কারণে তিনি নানা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়েছেন, তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি।
তদন্ত করে তার শিবিরের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়া গেলে স্বপদে বহাল রাখার দাবি জানিয়ে তিনি বলেন, "আমি চাই তদন্ত কমিটি গঠন করে আমার শিবিরের সাথে সম্পৃক্ততা আছে কিনা সেটা দেখা হোক। যদি না থাকে তাহলে আমাকে স্বপদে বহাল রাখা হোক।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর