
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বুধবার একটি প্রাইভেট মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে মাইক্রোবাসচালক আবু বক্স নাইম (৩৫)। তিনি সিলেট এয়ারপোর্ট থানার বড় বাজার আবাসিক এলাকার সুলেমান বক্সের ছেলে। অন্যজন হলেন যাত্রী আনোয়ারা বেগম (৬৫)। তিনি পাবনা জেলা সদরের কাশিপুর গ্রামের কিয়াম উদ্দিনের স্ত্রী।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। এতে প্রায় আধ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর