
দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
এর আগে বুধবার (২ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আট উপজেলা, পাঁচ পৌর কমিটি ও আহ্বায়ক কমিটিসহ ১৪ ইউনিটের প্রায় দেড় হাজার সদস্য তাদের গোপন ভোটের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইজিদ আহমেদ পান্না পেয়েছেন ৪০২ ভোট। ১০টি ভোট বাতিল হয়েছে এবং ২টি ব্যালট খুঁজে পাওয়া যায়নি।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে ব্যায়ামাগার সম্মেলন কক্ষে একটানা ভোটগ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হয়। নির্বাচনে মোট ১৫১১ জন ভোটারের মধ্যে এক হাজার ১৭২ জন ভোট দেন। এক আইনজীবী ও দুজন কলেজ শিক্ষকের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর