
বরগুনা জেনারেল হাসপাতালে ঝাড়ুদার দিয়ে ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করানোর অভিযোগ উঠেছে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালে তিনজন ইসিজি টেকনিশিয়ান কর্মরত থাকা সত্ত্বেও কেন একজন ঝাড়ুদারকে দিয়ে এই পরীক্ষা করানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী রিয়াদ হাওলাদার নামের এক গণমাধ্যমকর্মী জানান, অসুস্থ হয়ে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে ইসিজি করার পরামর্শ দেন। ইসিজি কক্ষে গিয়ে তিনি দেখতে পান, দুইজন নারী ঝাড়ু দিচ্ছেন। সেখানে কোনো টেকনিশিয়ান ছিলেন না। তাদের বিষয়টি জানালে তারাই ইসিজি করেন। পরে চিকিৎসক জানান, ইসিজিটি সঠিক হয়নি এবং পুনরায় করতে হবে।
এ বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, "আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সর্বশেষ খবর