
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা আরও ৪৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের শিকার হয়ে মোট ৪৬৩ জন বিজিবির হাতে আটক হলেন।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, টহল দল পাল্লাথল সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা অবস্থায় তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের জন্য কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। তাদের পরিচয় নিশ্চিতের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর