
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে পুনর্নিযুক্ত হয়েছেন এম এ হাশেম রাজু। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য ছিলেন।
৩০ জুন আইএইচআরসি ডেনমার্কের প্রধান কার্যালয় থেকে জারিকৃত রেফারেন্স নং-আইএনটি৮৩৯/আইএইচআরসি৮৯৪৫বি এর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়।
নিয়োগপত্রে বলা হয়েছে, মানবাধিকারের প্রতি তাঁর অসাধারণ নিষ্ঠা, অঙ্গীকার এবং মানব সেবার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আইএইচআরসি মনে করে, এম এ হাশেম রাজুর জীবন এবং কর্মকাণ্ড ন্যায়বিচারের প্রতিচ্ছবি। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে তাঁর আইনি পদক্ষেপ ন্যায়বিচার ও সততার প্রতি অঙ্গীকারের প্রমাণ।
আইএইচআরসি আরও উল্লেখ করে, বিশ্বে যখন শান্তির জন্য কণ্ঠস্বরের প্রয়োজন, তখন এম এ হাশেম রাজুর নেতৃত্ব সময়োপযোগী। তাঁর এই পুনর্নিয়োগ বাংলাদেশে মানবাধিকার রক্ষায় আইএইচআরসি-এর লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং জারির তারিখ থেকে দুই বছরের জন্য বহাল থাকবে।
এম এ হাশেম রাজুকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আইএইচআরসি’র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. জিনুবধি ভিক্ষু, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, প্রফেসর ড. এম এ গফুর, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, আইএইচআরসি’র নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু, পরিচালক বিপ্লব পার্থ, প্রফেসর মো. ইকবাল হোসেন, প্রফেসর ড. আক্তার হোসেন, আইনজ্ঞ মো. আব্দুল মমিন চৌধুরী, ব্যারিস্টার পারভেজ আহমেদ, গোলাম সরোয়ার খান, অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সোনিয়া সরোয়ার খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানসহ অনেকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর