
নাটোর শহরের আলাইপুর এলাকায় আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে একটি বাড়ি থেকে ইয়াসিন আলী (১২) নামের এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসিন নাটোরের সুপার ফার্নিচার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
পুলিশ জানায়, নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামে। তার বাবার নাম মনজু মিয়া।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, কারখানার কয়েকজন শিশু শ্রমিকের সঙ্গে ইয়াসিন আলাইপুরে একটি ভাড়া বাসায় থাকত। সকালে অন্য শ্রমিকরা কাজে গেলেও ইয়াসিন বাসায় থেকে যায়। পরে শ্রমিকরা তাকে খুঁজতে গিয়ে বারান্দার তীরের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারখানার শ্রমিকরা জানিয়েছে, ইয়াসিন কয়েক দিন ধরে বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। কিন্তু বাড়িতে ফোন করেও কাউকে পাওয়া যায়নি। এ কারণে অভিমানে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর