
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দানী ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার নয়ানগর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বসবাস করতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, দানী ইসলাম একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ক্যান্টিন সংস্কারের কাজে নিয়োজিত ছিলেন। দেয়াল ভাঙার সময় সেটি তার ওপর পড়লে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর