অবশেষে ফরিদপুর-৪ আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বুধবার (১৪ জানুয়ারি) তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। প্রার্থীতা পুনর্বহালের খবরে নির্বাচনী এলাকায় নেমে এসেছে আনন্দের জোয়ার। সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে যিনি মানুষের পাশে থেকে কাজ করে আসছেন, তার প্রার্থীতা ফিরে পাওয়াকে এলাকাবাসী ইতিবাচকভাবেই দেখছেন।
জানা গেছে, প্রার্থীতা ফিরে পাওয়ার আগেই মুজাহিদ বেগ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। হাট-বাজার, পাড়া-মহল্লা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিয়ে তার স্পষ্ট বক্তব্য এবং সাবলীল আচরণ মানুষের মনে আস্থা তৈরি করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন।
প্রার্থীতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুজাহিদ বেগ বলেন, “আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ন্যায়বিচারের ওপর আস্থা রেখেছি। অবশেষে সেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রার্থীতা শুধু আমার নয়, এটি সাধারণ মানুষের প্রার্থীতা।”
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, মুজাহিদ বেগ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে পরিচিত। সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে তার নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের ভিড় জমে ওঠে। মিষ্টি বিতরণ, স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই আশা করছেন, এই প্রার্থীতা পুনর্বহাল নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে এবং ভোটারদের সামনে আরও একটি শক্ত বিকল্প তুলে ধরবে।
সব মিলিয়ে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের প্রার্থীতা ফিরে পাওয়া আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জনগণের রায়ে তিনি কতটা আস্থা অর্জন করতে পারেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর