
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোডের ডক্টরস মিলনায়তন ভবনে ড্যাব, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
ড্যাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আহ্বায়ক ডা. মো: মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. একরাম আহসান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সদস্য সচিব ডা. এস কে এম নাজমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ডা. মীর সাদ সৈকত।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর