
সৃষ্টিকর্তা পৃথিবীতে কাউকে গুণহীন করে পাঠাননি। তারই প্রমাণ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ১৩ বছর বয়সী কিশোর সাজিব মিয়া। শরীর স্থির রেখে শুধু মাথা ঘোরানো কিংবা মাথা স্থির রেখে ঘাড়সহ শরীর ঘোরানোর বিরল প্রতিভার জন্য সম্প্রতি সে ‘ভাইরালBoy’ হিসেবে পরিচিতি পেয়েছে।
কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর ছমিউল্লাহপাড়া গ্রামের কৃষক আলাপ মিয়া ও লেহাতুন বেগমের ছেলে সাজিব স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। চার ভাই ও দুই বোনের মধ্যে সে তৃতীয়।
সাজিব জানায়, প্রায় ছয় মাস আগে একটি ভিডিও দেখে সেভাবে মাথা ঘোরানোর চেষ্টা শুরু করে। পরিবার ও সহপাঠীরা প্রথমে বিষয়টি নিয়ে কটু কথা বললেও, সে চেষ্টা চালিয়ে যায়। একপর্যায়ে সে এই শারীরিক কসরত আয়ত্তে আনে।
ছেলের এমন বিপজ্জনক কসরতে প্রথমে বাবা-মা রাজি ছিলেন না, এমনকি মারধরও করেছেন। তবে এখন তারা খুশি। সাজিবের বাবা আলাপ মিয়া বলেন, “একদিন আমার ছেলে সারা দেশের মানুষের কাছে পরিচিত হবে, আমার সেই কথা আজ সত্যি হয়েছে।”
সাজিব শুধু মাথা ঘোরানোতেই পারদর্শী নয়, সে অবিকল কাকের ডাক নকল করতে পারে, গলায় সুর তুলে বীন বাজাতে পারে এবং বিড়ালের ঝগড়ার শব্দও নকল করতে পারে। এছাড়াও, সে পেটে সাগরের ঢেউ এবং বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের হাঁটার ভঙ্গিও অনুকরণ করতে সক্ষম।
লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, “সাজিদ আমাদের স্কুলের অহঙ্কার। সরকার কিংবা কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সাজিবের এই প্রতিভা বিকাশে এগিয়ে আসে, তবে সে একদিন দেশের গর্ব হবে।”
সাজিবের প্রতিভা এখন শুধু তার গ্রামেই সীমাবদ্ধ নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও ভাইরাল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে দেখতে আসছে। গণমাধ্যমকর্মীরাও তার বাড়িতে ভিড় করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর