
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আবু রায়হান রূপন ও কামরুল হাসান, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম স্বপন, ড্যাব নেতা ডা. মো. সুরুজ্জামান প্রমুখ।
শেরপুর জেলা ড্যাব ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর