ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীন বানাইচিংড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য দুই লক্ষ সাত হাজার টাকা।
বৃহস্পতিবার ময়মনসিংহ (৩৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তেলিখালী বিওপির আওতাধীন বানাইচিংড়িপাড়া নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মদগুলো জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা তৎপর রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর