চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে দুই কিশোর দলের সংঘর্ষ থামাতে গিয়ে মুহাম্মদ আলমগীর (৪৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উরকিরচরে এই ঘটনা ঘটে।
নিহত আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীরের দোকানের সামনে ধূমপান করা নিয়ে দুই দল কিশোরের মধ্যে মারামারি শুরু হয়। আলমগীর তাদের থামানোর চেষ্টা করলে একজন তাকে ঘুষি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মুহাম্মদ রফিক জানান, দুই গ্রামের কিশোরদের মধ্যে মারামারি চলাকালে তার ভাই সমঝোতার চেষ্টা করছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, মারামারির সময় বুকে আঘাত পেয়ে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
ওসি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর