
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীনস্থ ইঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে টাউন-নওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত ওই কারখানায় ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একটি ডাকাত দল হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার সাতজন প্রহরী ও চারজন শ্রমিকসহ মোট ১১ জনকে জিম্মি করে হাত-পা বেঁধে রাখে। এরপর তারা গুদামে প্রবেশ করে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ২.৫ টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে করে নিয়ে যায়। ওই কাঁচামালগুলো কারখানার উৎপাদন প্রক্রিয়ার জন্য সংরক্ষিত ছিল।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, ডাকাত দল রাত আটটার দিকে কারখানায় প্রবেশ করে প্রায় আট ঘণ্টা সেখানে অবস্থান করে এবং ভোর চারটার দিকে ট্রাক ভর্তি মালামাল নিয়ে পালিয়ে যায়।
রবিবার ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এর আগে রবিবার ভোর পাঁচটার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
সর্বশেষ খবর