
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ময়মনসিংহের হালুয়াঘাটে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে। আট দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে শনিবার (৫ জুলাই)।
সনাতন যুব সংঘের আয়োজনে উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ২৭ জুন জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছিল।
অনুষ্ঠানমালায় ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
সনাতন যুব সংঘের সদস্য সচিব প্রভাকর সরকারের সঞ্চালনায় এবং আহ্বায়ক সঞ্জয় সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাপস কুমার সরকার, সুপ্রজিত সরকার খোকন, গণেশ দাশ, অরূপ সরকার রানা এবং সনাতন যুব সংঘের সকল সদস্যসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।
সনাতন যুব সংঘের আহ্বায়ক সঞ্জয় সরকার এবং সদস্য সচিব প্রভাকর সরকার জানান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন সম্পন্ন হয়েছে। এজন্য তাঁরা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর