চট্টগ্রামের ফটিকছড়িতে চাচাতো ভাইয়ের হাতে সুপ্তা মাঝি (১৫) নামের এক কিশোরী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত রতন দাশ (৩৭) পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত সুপ্তা মাঝি স্থানীয় চা শ্রমিক কৃষ্ণ মাঝির কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ মাঝির চার মেয়ের মধ্যে সুপ্তাকে রতন ও তার স্ত্রী দত্তক নিয়েছিলেন। রতনের এক মেয়ে জন্মের পর মারা যাওয়ায় সুপ্তাকে তারা সন্তানের স্নেহে লালন-পালন করতেন। সুপ্তার বাবা-মা ও বোনেরা চা-বাগানে কাজ করেন। সুপ্তাও সম্প্রতি চা-বাগানে কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রতন চা-শ্রমিকের পাশাপাশি সেলাইয়ের কাজও করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রতন সম্প্রতি স্ত্রী ও সুপ্তাকে নিয়ে চট্টগ্রাম শহরে গিয়ে সেলাইয়ের কাজ করার পরিকল্পনা করেন। তিনি সুপ্তাকে সেলাই শিখতে বললেও সে রাজি হয়নি। এ নিয়ে রতনের মনে ক্ষোভ ছিল। ঘটনার দিন সকালে রতন বাইরে থেকে ঘরে ফিরলে সুপ্তা চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে রতন তাকে এলোপাতাড়ি কোপায়। শ্রমিকরা আহত সুপ্তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, রতন বটি দিয়ে কুপিয়ে সুপ্তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় রতনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর