
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
শনিবার (৫ জুলাই) দিনব্যাপী জেলার সদর উপজেলার রাধানগর, লালপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর, চিনাকান্দি, বসন্তপুর বাজারসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি এই লিফলেট বিতরণ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। জনগণের মন জয় করার জন্য তারেক রহমানের নির্দেশিত পথে চলতে হবে।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জোর করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।
গণসংযোগে জেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর