
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্য সেন হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. আল আমিনকে আটক করে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। আল আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ নাট্য ও বিতর্ক সম্পাদক ছিলেন।
শিক্ষার্থীরা জানান, আল আমিন ঢাবির ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। হলে থাকাকালীন তিনি শিক্ষার্থীদের গেস্টরুমে ডেকে নানাভাবে নির্যাতন করতেন। এছাড়াও, পরীক্ষার সময় শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের কর্মসূচিতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান জানান, কয়েকজন জুনিয়র আল আমিনকে হলে দেখে খবর দিলে তারা তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন এবং তাকে আটক করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, আটককৃত ছাত্রলীগ নেতার নামে বরগুনায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আল আমিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়-লেখক কমিটির উপ নাট্য ও বিতর্ক সম্পাদক ছিলেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর