
সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সাভারে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হয়েছেন আহমেদ ফয়সাল (২৬) নামের এক ছাত্রদল নেতা। গত ৫ আগস্ট দেশব্যাপী ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।
আহত ফয়সাল সাভার সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের নামা গেন্ডা মোল্লা মার্কেট এলাকার বাসিন্দা মো. ফজলুল হক ফালানের ছেলে।
ফয়সাল জানান, ওই দিন সাভার থানা স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার ৩০ মিনিটের মধ্যেই পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ছররা গুলি নিক্ষেপ শুরু করে। এ সময় পালাতে গিয়ে তার শরীরে একাধিক ছররা গুলি লাগে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে সাভার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রোপচার করে ১৫টি গুলি বের করেন। তবে তার বাম পায়ের পাতা থেকে কাঁধ পর্যন্ত এখনো ২১টি গুলি রয়ে গেছে।
ফয়সালের বাবা মো. ফজলুল হক ফালান জানান, ছেলের শরীরে এখনো গুলি রয়েছে এবং সে অসহ্য যন্ত্রণায় ভুগছে। তিনি সরকারের কাছে তার ছেলের উন্নত চিকিৎসা এবং পরিবারের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের জন্য সরকারি বরাদ্দ ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সরকারি সহায়তা এলে দ্রুত তা পৌঁছে দেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, ফয়সালকে আজীবন ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর