
জয়পুরহাটের সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে আজ পুকুরে ডুবে আবির হোসেন (৬) ও হুমায়রা আক্তার (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবির দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং হুমায়রা একই গ্রামের হাবিবের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুরা বাড়ির বাইরে খেলতে যায়। খেলার সময় তারা গ্রামের পুকুর পাড়ে যায় এবং অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর