
আশুলিয়া, ৭ জুলাই: দারুল ইহসান ট্রাস্টের সকল সম্পত্তি ও ক্যাম্পাস দ্রুত দখলমুক্ত করে বৈধ কমিটির কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। আজ দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসার মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
ট্রাস্টি বোর্ডের সদস্যরা জানান, আদালত তাঁদের বৈধ ট্রাস্টি কমিটি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং বর্তমানে তাঁদের ২১ জন সদস্য রয়েছেন। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ট্রাস্টটি অবৈধ দখলদারদের হাতে জিম্মি ছিল এবং বিগত সরকারগুলোর সময়ে তাঁরা সুবিচার পাননি। আদালতের রায়ে বৈধ কমিটি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তাঁরা আওয়ামীপন্থী জাহাঙ্গীর কবির নানকের অনুসারীদের অবৈধ দখল থেকে ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত মুক্ত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে দারুল ইহসান ট্রাস্টের সেক্রেটারি মুহাম্মদ ওসমান গণী এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর