
চিত্রনায়িকা আঁখি চৌধুরীর জন্মদিন উদযাপিত হয়েছে। লাবণ্য মিডিয়া হাউজের প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী উপস্থিত ছিলেন।
আঁখি চৌধুরী মোহনা টেলিভিশন প্রযোজিত ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘প্রেমের কবিতা’, ‘শাহাজাদা’ ও ‘ক্যামেরা’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বয়রা শশুর’, ‘প্রবাসীর বউ’, ‘গরীবের ভাই’, ‘ভাইয়ের ঋণ’, ‘শশুরবাড়ীর তালাক’ ও ‘গার্লফ্রেন্ডের বাইক’।
আঁখি চৌধুরী লাবণ্য মিডিয়া হাউজ প্রযোজিত নতুন ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিবিজান’-এ প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
জন্মদিনে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তাঁর প্রতি ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর ভক্তরা #HappyBirthdayAakhi হ্যাশট্যাগ ব্যবহার করে শুভেচ্ছা জানিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর