
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূতমারা খাল থেকে কচুরিপানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার সকাল সাড়ে ১০টায় বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের পাশে খালের পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এলাকাবাসী জানান, ছয়টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমির পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম এই ভুতমারা খাল। দীর্ঘদিন ধরে খনন না করায় খালটি কচুরিপানা ও অবৈধ দখলে মরা খালে পরিণত হয়েছে। এর ফলে তিন ফসলি জমি এক ফসলে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য এখানে একটিমাত্র পুরোনো সুইচ গেট রয়েছে, যা দিয়ে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। তাই তারা দ্রুত এখানে নতুন করে তিনটি চুঙ্গা বিশিষ্ট সুইচ গেট নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভূতমারা খালটি খনন করা হলে কৃষকরা উপকৃত হবেন। অবৈধ দখলদার উচ্ছেদ ও কচুরিপানা অপসারণ না করা পর্যন্ত খালের প্রাণ ফিরবে না।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর