
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) উদ্যোগে সোমবার (৭ জুলাই) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয়েছে মৌসুমী ফল উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।
ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। এছাড়াও, ডুজার সাবেক ও বর্তমান সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সবসময়ই এ ধরনের আয়োজন করে থাকে, যা সকলকে একত্রিত করে। দেশীয় ফল নিয়ে এমন আনন্দঘন উৎসব আয়োজনের জন্য তিনি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান এবং সমিতির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, দেশীয় ফল নিয়ে সাংবাদিক সমিতির এই উদ্যোগ প্রশংসার যোগ্য। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় ফলের উপকারিতা সম্পর্কে জানা যায়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাবি সাংবাদিক সমিতি সবসময় ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে এবং এই ফল উৎসবও তার ব্যতিক্রম নয়। বাহারি ফলের সমাহার উৎসবে ভিন্ন এক অনুভূতি এনে দিয়েছে।
ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ডুজার যেকোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর