
রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।
টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দোকানপাট তুলনামূলকভাবে কম খোলায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টিতে মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। বরগুনা শহরের ডিকেপি রোড, কলেজ রোডসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে।
পায়রা নদী বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে বলে জানিয়েছে নদীবন্দর কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর