
কিশোরগঞ্জকে একটি মাদকমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, গতিশীল, জনবান্ধব ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সুধী সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। ইউএনও বলেন, কিশোরগঞ্জ হবে কৃষিতে আধুনিক, স্বাস্থ্যসেবায় উন্নত এবং ভূমি সংক্রান্ত সেবাপ্রাপ্তি সহজলভ্য। শিক্ষা ক্ষেত্রে জ্ঞান ও নৈতিকতার চর্চার পাশাপাশি ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করা হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ তৈরি করা হবে। সব মিলিয়ে আধুনিকায়নের পথে কিশোরগঞ্জ উপজেলা দেশে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং দুর্নীতিমুক্ত সবুজ ও পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়ার লড়াইয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রীতম সাহা বলেন, এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ও সমস্যা থাকলেও অপার সম্ভাবনা রয়েছে। তিনি স্থানীয়দের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যা কাটিয়ে ওঠানো সম্ভব।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার এবিএম সারোয়ার রাব্বী, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা শিক্ষা অফিসার ডা. মোসা: মাহমুদা খাতুন, জুলাই অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা রফিক শাহ্, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, প্রাথমিক শিক্ষক মাহমুদ শরীফ, মাদ্রাসা শিক্ষক সুপার রফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি বাবু প্রতাপ চন্দ্র, এনজিও প্রতিনিধি আনোয়ার হোসেন, সমাজসেবক এবি মালেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুস সালাম এবং গীতা পাঠ করেন বাবু প্রতাপ চন্দ্র।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর