
চট্টগ্রামে প্রথমবারের মতো দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এই রোগ শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন, উভয়েরই বয়স ৪২ বছর।
আক্রান্ত পুরুষের শরীরে জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়ার উপসর্গ দেখা গেছে। অন্যদিকে, আক্রান্ত নারী জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার সমস্যায় ভুগছেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম মঙ্গলবার রোগীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তিরা হলেন মো. জাবেদ (৪২) ও রিফাত আরা (৪২)। মেডিসিন বিশেষজ্ঞ ওয়ালিউল্লাহ ও মো. নুরুন্নবী তাদের ব্যক্তিগত চেম্বার থেকে ওই দুজনকে পরীক্ষার জন্য এপিক হেলথ কেয়ারে পাঠান।
ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, বেসরকারি ল্যাবে রোগীর রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তবে, এটি একটি কম্বাইন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছে, যা একাধিক ভাইরাস শনাক্ত করতে ব্যবহৃত হয়। তাই, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। তিনি জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল ও সিদ্ধান্ত আইইডিসিআরের দিকনির্দেশনার ওপর নির্ভর করছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু, চিকনগুনিয়া ও জিকা একই ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে এবং তিনটি রোগই এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। জিকা ও চিকনগুনিয়া রোগে ৩২ জন আক্রান্ত হওয়ার বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় ২০১৪ সালে। স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
সর্বশেষ খবর