
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় আকলিমা খাতুন (২৫) নামের এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আকলিমা খাতুন স্থানীয় একটি এনজিওতে কাজ করতেন এবং সিডস্টোর বাজার এলাকার আঃ লতিফের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। অন্যান্য ভাড়াটিয়ারা জানান, মঙ্গলবার বেলা বেশি হওয়া সত্ত্বেও আকলিমার রুমের দরজা বন্ধ ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এস আই গোবিন্দ দাস জানান, ঘটনাস্থল থেকে কিছু নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত আকলিমা খাতুন উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি মুন্নি আক্তার নামের এসকিউ কারখানার এক শ্রমিকের সাথে ওই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকতেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
সর্বশেষ খবর