
নাটোরের বাগাতিপাড়ায় মঙ্গলবার ভোরে এক ভ্যানচালককে কুপিয়ে রক্তাক্ত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, জামনগর কুঠিপাড়া গ্রামের বাসিন্দা আজাদ আলী (৩৭) কলা বোঝাই ভ্যান নিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পকেটখালি পুলিশ ক্যাম্পের কাছে দুর্বৃত্তরা বাঁশ ফেলে পথরোধ করে। আজাদ ভ্যান থামালে দুর্বৃত্তরা তাকে জোর করে নামিয়ে কুপিয়ে জখম করে এবং ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।
পথচারীরা আজাদকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, পকেটখালি পুলিশ ক্যাম্পের কাছে এই ছিনতাইয়ের ঘটনায় তারা বিস্মিত। তাদের অভিযোগ, সড়কে পর্যাপ্ত টহল না থাকায় ছিনতাইকারীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে। পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ঘটনাস্থল পুলিশের খুব কাছে হলেও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় ছিনতাইকারীরা সাহস পেয়েছে। এটি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে এবং জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর