
বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার মঞ্চে এসে শিশুপুত্র আবীর হত্যার বিচার চাইলেন আঁখি খাতুন ও মিলন হোসেন নামের এক দম্পতি। সোমবার বনপাড়া কালিকাপুর বাইপাসে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির পথসভায় তাঁরা এই দাবি জানান।
আবীর হত্যার প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার চেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তাঁদের বক্তব্যে বলেন, এ হত্যাকান্ডসহ এলাকার অন্যান্য সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে এনসিপি সবসময় পাশে থাকবে।
গত ২৬ জুন বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকায় একটি নির্মাণাধীন মসলা ফ্যাক্টরি সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাস হোসেন আবীরের (৯) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবীর মহিষভাঙ্গা মহল্লার মিলন-আঁখি দম্পতির একমাত্র সন্তান।
আয়োজিত পথসভায় আবীরের মা আঁখি খাতুন বলেন, এই হত্যাকাণ্ডের সাথে বড় মানুষও জড়িত। কারণ পুলিশের হাতে আটক ১২ বছর বয়সী হযরত কখনও তাদের ছেলেকে একা হত্যা করতে পারবে না। এছাড়া হত্যার পর লাশ টেনেহিঁচড়ে ভুট্টা ক্ষেতের পাশে নিতে সে একা সক্ষম নয়। তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আীরের বাবা মিলন হোসেন বলেন, যদি কারো আমার উপর রাগ থাকে, তবে আমাকে হত্যা করতেন। কেন আমার অবুঝ শিশুকে নির্মমভাবে হত্যা করা হলো? আমি এর সাথে জড়িত হযরত আলীসহ অন্যান্য সহযোগীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, ১২ বছর বয়সী হযরত আলী হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তবে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত খুনিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
পথসভায় অন্যদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর