
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ অরিত্র হাসান (২২) ও আসিফ আহমেদ (২২) বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং শহীদ ফরহাদ হলের আবাসিক শিক্ষার্থী। তারা উভয়েই বগুড়ার বাসিন্দা।
সোমবার তাদের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পর পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে যান। তারা ইনানীর ক্যাম্প-ইন-কক্স রিসোর্টে ছিলেন।
তাদের সাথে থাকা সাদমান রহমান (২২) নামের আরেক বন্ধুর মরদেহ হিমছড়ি সৈকতে ভেসে এসেছে। সাদমান ঢাকার মিরপুরের বাসিন্দা।
ফায়ার সার্ভিস, সি সেফ লাইফ গার্ড, পর্যটন পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
সি সেফ লাইফ গার্ডের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ জানান, হিমছড়ি সৈকতে গুপ্তখাল থাকায় এমন দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
পর্যটন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় সৈকতে লাল পতাকা ওড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পর্যটক গোসলে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
কক্সবাজারে গত এক মাসে সাগরে ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে।
সি সেফ লাইফ গার্ড সূত্র জানায়, শহরের ৫ কিলোমিটার এলাকায় ২৬ জন কর্মী থাকলেও বাকি ১১৫ কিলোমিটার দীর্ঘ উপকূলে কোনো কার্যকর উদ্ধার ব্যবস্থা নেই।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীরা তাদের সুস্থভাবে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর