
খুলনার পাইকগাছায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে মটবাটি গ্রামের নির্মল বিশ্বাসের কাঠের ঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, পাঁচটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস (৫০), রসময় বিশ্বাসের ছেলে প্রীতম বিশ্বাস (২২) ও নির্মল বিশ্বাসের ছেলে দেব্রত বিশ্বাস (২০)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর