মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ হলরুমে সকাল ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে সভাপতি পদে হাজী মুহিদ আলী ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন মিয়া পেয়েছেন ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহিবুর রহমান তুয়েল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সুজন আহমদ ১১৮ ভোট পেয়েছেন। এছাড়া, সাংগঠনিক সম্পাদক পদে মো: জাইন উদ্দিন ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন পেয়েছেন ১১৭ ভোট।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু এবং হাজী হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে নাসির উদ্দীন আহমদ মিঠু বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।