
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের আত্তাব বিশ্বাসের ছেলে মোঃ রঞ্জু বিশ্বাসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। পাংশা উপজেলার ৮-১০ জন বেকার যুবকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে পাংশা মডেল থানায় এবং সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন শরিসা ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা চাকরিপ্রার্থী মোঃ শান্ত হোসেন।
অভিযোগে শান্ত হোসেন জানান, রঞ্জু বিশ্বাস নিজেকে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে হতাশাগ্রস্ত যুবকদের সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। টাকা নেওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। সম্প্রতি পাংশায় দু-একবার দেখা গেলেও মোবাইল ফোন বদল করায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
চাকরিপ্রার্থী শান্ত হোসেনের ফোনে একটি এসএমএস করে রঞ্জু জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা টিএনও সুষমিতার ড্রাইভার হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার বেতন ২২,৩০০ টাকা। ১০/০৭/২০২৫ তারিখে তাকে যোগদান করতে বলা হয়। তবে এই নিয়োগপত্রটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট ছিল।
হাবাসপুর গ্রামে গিয়ে জানা যায়, রঞ্জু বিশ্বাস একজন প্রতারক এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসাতে তিনি বাসা ভাড়া করে থাকতেন। সেখান থেকেও কিছুদিন আগে তিনি চলে গেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য রঞ্জুর গ্রামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার দেওয়া মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রঞ্জুর স্ত্রী ও মেয়ের জামাই এই কাজে সহায়তা করেন।
পাংশা থানার এস আই রাজু জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর