
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় আজ বুধবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে সিলেট থেকে ময়মনসিংহগামী উদার পরিবহন এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এম কে সুপার পরিবহনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
ওসি জানান, দুর্ঘটনায় ৩৫-৪০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব চৌধুরী জানান, উদার পরিবহন নামের বাসটি অতিরিক্ত গতিতে রং সাইডে এসে এম কে সুপার পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। বাসটিতে থাকা শিশু, মহিলা ও বিভিন্ন বয়সের প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দফতরকে জানানো হয়। আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর