
গাজায় ইসরায়েলের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ফিলিস্তিনি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন।
সমাবেশে শিক্ষার্থীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘এ যুগের হিটলার’ আখ্যা দেন এবং আনাসের পরিবারের সদস্যদের ‘নির্মমভাবে’ হত্যার প্রতিবাদ জানান। তারা রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
শিক্ষার্থীরা বলেন, গাজায় দীর্ঘ এক বছর ধরে যে গণহত্যা চলছে, তা আরব শাসকদের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সঙ্গে আপস করার কারণে সম্ভব হয়েছে।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ’, ‘ফিলিস্তিন মুক্ত করো, মায়াকান্না বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর