
মির্জাপুরে ফালু মিয়া (৪০) নামের এক রিকশাচালককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে রিকশার মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় রিকশার মালিক জিয়ারত মৃধা ও তার শ্যালক মামুন মিয়াকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
বুধবার সকালে উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া গুচ্ছগ্রামে আটক জিয়ারত মৃধার ঘর থেকে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে রিকশার মালিক জিয়ারত দাবি করেছেন, এটি আত্মহত্যা।
নিহত ফালু মিয়ার স্ত্রী বিউটি বেগম জানান, মঙ্গলবার দুপুরে ছিনতাইকারীরা তার স্বামীকে মারধর করে রিকশা ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি রিকশার মালিক জিয়ারতকে জানাতে গেলে জিয়ারত তার কথা বিশ্বাস না করে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। বুধবার সকালে তিনি জানতে পারেন তার স্বামী মারা গেছেন। সেখানে গিয়ে তিনি দেখেন ঘরের ধরনার সাথে একটি গামছা ঝুলছে এবং তার স্বামীর লাশ নিচে শোয়ানো।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম সারোয়ার জানান, জিয়ারত মিয়ার ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া তা বলা সম্ভব নয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর